রেজি : ডিএ ৫১৭ ॥ ৬৩ বর্ষ : ৭ম সংখ্যা ॥ ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ ॥ ১ জিলকদ ১৪৪৫ হিজরী ॥ ১০ মে ২০২৪

পানিশূন্য নলেয়া নদী : জেলে ও কৃষকের দুর্দিন

জোবায়ের আলী, গাইবান্ধা : চৈত্র ও বৈশাখের খরতাপে শুকিয়ে গেছে নলেয়া নদী। নাব্য হারালেও নদীটি খনন হয় না দীর্ঘদিন। এতে পানি না থাকায় নদীতীরবর্তী এলাকার জমিতে ধানসহ বিভিন্ন ফসল চাষাবাদে ব্যয় বেড়েছে। মাছ ধরতে না পেরে প্রায় ২০০ জেলে পরিবারে চলছে দুর্দিন। কৃষি বিভাগ বলছে, ফসল ও মৎস্যজীবী পরিবারের জন্য নদীর পানির বিকল্প নেই। অথচ দখলের কারণে ছোট হয়ে আসছে সাদুল্লাপুর উপজেলা দিয়ে প্রবহমান নলেয়া নদী।
ক্ষোরদ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, একসময়ের প্রমত্ত নলেয়া নদী দিন দিন ছোট হচ্ছে। নদী শুকিয়ে গেলে তীরের জমির মালিকরা দখল করে নেন। মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলে পরিবারে আর্থিক কষ্ট চলছে। মাছের আকালে তাদের উপার্জন কমেছে। এমন দুর্দিনে তাদের জন্য সরকারি সাহায্যের চেষ্টা চলছে। আগে সারা বছর নদীতে পানি থাকায় সেচ দিতে সুবিধা হতো। এখন সে সুযোগ নেই বলে জানান মাদারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। তরফপাহারি গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভাষ্য, জেলে ও কৃষকের সুবিধার্থে নদী খনন জরুরি হয়ে ....বিস্তারিত

শিলাবৃষ্টিতে ক্ষতি ২৮০ হেক্টর জমির ২৫ শতাংশ ধান

মো. আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার : দেশের বৃহত্তম হাওর হাকালুকি, হাইল হাওর ও কাউয়াদিঘী হাওরবেষ্টিত মৌলভীবাজার জেলায় এ বছর ২ লাখ ৪৪ হাজার ৩৮০ মে.টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। হাকালুকিতে শতভাগ ধান কাটা হলেও কাউয়াদিঘী ও হাইল হাওরে এখনো ৩০ শতাংশ ধান কাটা বাকি। জেলাজুড়ে হাওরের ৬১ হাজার ৯৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তবে সম্প্রতি শিলাবৃষ্টিতে ২৮০ হেক্টর জমির ২৫ শতাংশ ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
আবহাওয়া অনুকূল, প্রাকৃতিক পরিবেশ ও সময়মতো বৃষ্টি হওয়ায় এ বছর হাওরে অতীতের তুলনায় ধানের বেশি ফল হয়েছে। বেশিরভাগ কৃষক আগেভাগে ধান ঘরে তুলেছেন এবার। যারা তুলতে পারেননি, তারা নির্ঘুম রাত পার করে হাওর গর্ভ থেকে কেটে আনছেন অর্জিত স্বপ্নের ধান। তবে যারা তুলছেন তাদের চিন্তা সার, কীটনাশকসহ সংশ্লিষ্ট উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এবার বোরোর দাম ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন কিনা? এদিকে কাউয়াদিঘী ও হাইল হাওরের ভেতর অবশিষ্ট ধান কাটা নিয়ে শঙ্কায় রয়েছেন বহু কৃষক। বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যদি জমি তলিয়ে যায়, তবে কাটা থেকে বাদ পড়ে যাবে এসব ধান।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে জেলার ৭টি উপজেলায় ৬১ হাজার ৯৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এতে ২ লাখ ৪৪ হাজার ৩৮০ মে.টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গেল বছর ধান পাওয়া গেছে ২ লাখ ৩৯ হাজার ২৬ মে.টন। শস্যভাণ্ডার হিসেবে পরিচিত দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে ১৪ ....বিস্তারিত

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে কাজ করতে হবে : রফিকুল ইসলাম খান

বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষের মধ্যে আজ চাপা কান্না বিরাজ করছে। তারা এ অসহায় অবস্থা থেকে মুক্তি চায়। বাংলাদেশের নির্যাতিত-নিপীড়িত শ্রমজীবী মানুষ আজ আপনাদের দিকে চেয়ে আছে। এ অবস্থায় শ্রমজীবী মানুষের মুক্তির সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ব্যাপকভাবে দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনের ভিত মজবুত করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
গত ৫ মে রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার কার্যকরী কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বগুড়া শহরের একটি অডিটোরিয়ামে শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অন্যতম উপদেষ্টা আ স ম আব্দুল মালেক। উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার সহ-সভাপতি এরশাদুল বারী এরশাদ, লুৎফর রহমান, রবিউল ইসলাম রাজ, শাহিনুর আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম সুইট, আব্দুল কাদের রানা, শাজাহান সাজু, এজাজ আহমেদ আসলাম, আব্দুল কুদ্দুস, মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ শেখসহ শহর কার্যকরী কমিটির ....বিস্তারিত

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে : শামসুল ইসলাম

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম। তিনি সম্প্রতি বরিশাল অঞ্চল কর্তৃক আয়োজিত উপজেলা-থানা সভাপতি-সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সবসময় তারা বঞ্চিত হয়, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ঘাম শুকাবার পূর্বেই শ্রমিকের প্রাপ্য বুঝিয়ে দাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিকগণ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। তারা ধনিকশ্রেণির শোষণের শিকার হচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শোষিত নির্যাতিত অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। আমরা নিজ নিজ সেক্টরের শ্রমিকদের সংগঠিত করে তাদের দাবি আদায়ের নেতৃত্ব প্রদান করতে পারলে শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের আশা-আকাক্সক্ষার বাতিঘরে পরিণত হবে। সব কাজের ক্ষেত্রে আমাদের মূল চিন্তা থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, রাতের আঁধারে আমাদের কাজের জন্য আল্লাহর দরবারে ধরনা দিতে হবে। আমাদের তাহাজ্জুদ কাজা করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনকে এ দেশের আপামর শ্রমিক শ্রেণির কাছে তাদের একমাত্র শ্রমিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিপদে-আপদে শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে, সকল শ্রেণি-পেশার শ্রমিকদের নিয়ে নিজ ....বিস্তারিত

রংপুর বিভাগের ৮ জেলায় বহমান ২৬৮ নদনদীর সন্ধান পাওয়া গেছে আন্তঃসীমান্ত ১৮টি

মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর : রংপুরে বিভাগের ৮ জেলায় বহমান ছোট-বড় ২৬৮টি নদনদীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সরকারিভাবে চিহ্নিত হয়েছে ১৮টি আন্তঃসীমান্ত নদনদী। নদী গবেষক হেরিটেজ ও রিভারাইন পিপল ক্লাবের নিবিড় অনুসন্ধানে রংপুর বিভাগের ৮ জেলায় ২৬৮টি বহমান নদনদীর সন্ধান মিলেছে। এ ২৬৮ নদনদীর তালিকা গত ৩১ মার্চ রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের হাতে তুলে দেননদী গবেষক হেরিটেজ ও রিভারাইন পিপল ক্লাবের দায়িত্বশীলরা।
নদী গবেষক হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপল ক্লাবের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ রংপুর বিভাগের এ ২৬৮ নদনদীর তালিকা তৈরির বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন বলে জানা গেছে। তালিকায় দেখা গেছে, রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি নদনদী বহমান রয়েছে।
এ জেলায় ৬৬টি নদীর সন্ধান পাওয়া গেছে। এরপরই রয়েছে পঞ্চগড়, এ জেলায় ৪৬টি নদনদী বহমান আছে। অন্যান্য জেলার মধ্যে রংপুরে ৩৪, নীলফামারীতে ৩৩, দিনাজপুরে ৩২, ঠাকুরগাঁওয়ে ২১, লালমনিরহাটে ২০ এবং গাইবান্ধা জেলায় ১৬টি নদনদীর নাম তালিকায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ড ২০১১ সালে রংপুর বিভাগে ৮৪টি নদীর তালিকা তৈরি করে। আর পরবর্তীতে ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন সর্বশেষ তালিকা তৈরি করেছে ....বিস্তারিত

খুলনায় ছাত্রশিবিরের আলোচনা সভায় মঞ্জুরুল ইসলাম

বালাকোটের পরও মুসলমানরা থেমে যায়নি বলেই স্বাধীনতা এসেছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ভারতীয় উপমহাদেশে বালাকোটের ঘটনা ইসলামী আন্দোলনের জন্য প্রেরণাদানকারী শিক্ষণীয় ঘটনা। বালাকোটের বিপর্যয়ের পরও মুসলমানরা থেমে যায়নি। জেল, জুলুম, ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তসহ বিভিন্ন নির্যাতন তাদের ঈমানকে টলাতে পারেনি। শেষ পর্যন্ত ইংরেজদের চলে যেতে হয়েছিল এবং ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করতে আমরা সক্ষম হয়েছি। সাইয়েদ আহমদ বেরলভী (রহ.) মূলত ভারতীয় উপমহাদেশে একটি পরিপূর্ণ ইসলামী সমাজ গড়তে চেয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বহুমুখী চক্রান্ত থেকে হেফাজত করা, দীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা এবং একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। গত ৬ মে সোমবার ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে খুলনা মহানগরী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এতে বক্তব্য দেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সাহালসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মঞ্জুরুল ইসলাম বলেন, মুসলমান ও শিখদের মোট ১১টি যুদ্ধ সংঘটিত হয়েছিল, অধিকাংশ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। সর্বশেষ ১৮৩১ সালের ৬ মে সম্মুখযুদ্ধে সাইয়েদ আহমদ বেরলভীসহ মোট ১৩৫ জন আলেম শাহাদাতবরণ করেন। পরে ....বিস্তারিত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

গত ৬ মে সোমবার রংপুর জেলাধীন গঙ্গাচড়া উপজেলার, ৩নং বড়বিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাগপুর জলিপাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার শাখার আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, গঙ্গাচড়া উপজেলা আমীর মো. নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, বড়বিল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, লক্ষ্মীটারি ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম, বড়বিল ইউনিয়ন সেক্রেটারি মো. সোহাগ রহমান, বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সামসুল হুদা, শ্রমিক কল্যাণ ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা সভাপতি মাওলানা সোয়াইবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়বিল ইউনিয়ন সভাপতি মহিব্বুল্লাহ রতন, বাগেরহাট ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাবেক ছাত্রনেতা মো. শাহজালাল, বাগেরহাট ইউনিটের শ্রমিক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আশিকুর রহমান প্রমুখ। প্রেস ....বিস্তারিত

অসহায় ও দুস্থ পরিবারের পাশে জামায়াত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শাখার পক্ষ থেকে সম্প্রতি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. জিয়াউল হক, মাওলানা মহি উদ্দীন, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, মাওলানা মো. ইসরাইল হোসেন, আশাবুল হক মল্লিকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এ সময় অসহায় ও দুস্থ প্রায় ২৫টি পরিবারের মধ্যে নগদ সহায়তা দেয়া হয়।

....বিস্তারিত

জামায়াতের উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ

চলমান তীব্র তাপপ্রবাহের ক্লান্ত পথচারী মানুষের মাঝে সারা দেশে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বায়জীদ বোস্তামী (বরিশাল) সংবাদদাতা : রুপাতলি বাসস্ট্যান্ড এলাকায় সম্প্রতি চলমান তীব্র তাপপ্রবাহের ক্লান্ত পথচারী মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি দক্ষিণ থানা। উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালি দক্ষিণ থানা আমীর মো. তারিকুল ইসলাম ও থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
কুষ্টিয়া : প্রচণ্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে শ্রমিক কর্মচারী আর পথচারীর প্রাণ ওষ্ঠাগত। আন্তর্জাতিক শ্রম দিবসে তাদের সেবায় এগিয়ে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়ার নেতৃবৃন্দ। কুষ্টিয়া শহরের বটতৈলসহ বিভিন্ন সড়কের পথচারী, ভ্যান চালক, খেটে খাওয়া শ্রমিকদের মাঝে পানির বোতল, শরবতসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সদর উপজেলা আমীর হামিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে পিপাসার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। উপজেলার চন্ডিপুর বাজার বাসস্ট্যান্ডে সাধারণ মানুষ, অটোরিকশা, বাস, মিনিবাস, ইজিবাইক, ট্রাক, সাইকেল ও মোটরসাইকেলের চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করে দলটির ....বিস্তারিত

মুরাদনগরে খাল খননের নামে মাটি লুটের অভিযোগ

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের পাশের সরকারি খালটি খননের নামে ইটভাটায় মাটি বিক্রি ও হরিলুটের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। খাল খননের মাটি খালের দুই পাড় বাঁধাই করে উদ্বৃত মাটি সরকারি ব্যবস্থাপনায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করার বিধি থাকলেও খাল খননের শুরু থেকে স্থানীয় আয়েশা ব্রিকসসহ বিভিন্ন ইটভাটায় খালের মাটি বিক্রি করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
তবে প্রকাশ্যে নিলামে মাটি ক্রয়-বিক্রয় করা হয়েছে বলে মুরাদনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় ও ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করলেও প্রকাশ পায়, খাল খনন প্রকল্পের নামে লুট করার রহস্য। তাছাড়া খাল কাটারস্থলে প্রকাশ্যে নিলাম হয়েছে বলা হলেও এ নিলামের বিষয়ে কিছুই জানে না ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয়রা। খাল খননকাজ শুরু হওয়ার পূর্বে কীভাবে প্রশাসন মাটি নিলামে বিক্রি করে! এ নিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। অজ্ঞাত কারণে নামমাত্র মূল্যে নিলাম করে সরকারকে কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
জানা গেছে, সারা দেশের খাল ও পুকুর উন্নয়নের আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের পাশের খালটির সাড়ে তিন কিলোমিটার খনন প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ প্রদান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যার বাস্তবায়নে খরচ ধরা হয় এক কোটি টাকা। কোটি টাকার এ খাল খনন কাজটি পায় ....বিস্তারিত

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) : নানা ধরনের চিকন ও সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুর জেলার নাম ডাক রয়েছে দেশজুড়েই। জেলার উৎপাদিত ধান-চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হয়ে থাকে। তবে এবার ধান থেকে নয়, বাঁশের ফুল থেকে স্বল্প পরিসরে হলেও হচ্ছে চাল উৎপাদন। আর এ বাঁশের ফুলের চাল দ্বারা সাধারণ চালের মতোই রান্না করা যায় বিভিন্ন খাবার এবং তা খেতেও সুস্বাদু। জেলার ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান এলাকার বাসিন্দা সীমল রায়ের ছেলে সাঞ্জু রায় বাঁশের ফুল থেকে চাল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এ বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সবকিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে। তুলনামূলক কম উৎপাদন আর চাহিদা বেশি থাকায় গ্রাহকদের চাল দিতে হিমশিম খাচ্ছেন সাঞ্জু রায়।
কথা হলে সাঞ্জু রায় জানান, স্থানীয় এক বৃদ্ধের কাছ থেকে বাঁশের ফুল থেকে চাল উৎপাদনের ধারণা পান তিনি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন চাল কিংবা ভাত অপ্রতুল ছিল তখন স্থানীয়রা এ বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে রান্না করে খেতেন। সম্প্রতি এক বৃদ্ধ সাঞ্জু রায়ের এলাকায় বাঁশ ফুল দেখে চাল উৎপাদন করার কথা বলেন তাকে। পরে তিনি চাল উৎপাদন করার পরিকল্পনা করেন।
প্রথমে বাঁশের ফুলগুলো বাঁশঝাড় থেকে সংগ্রহ করেন সাঞ্জু রায়। বাঁশ কাঁটাযুক্ত ও লম্বা হওয়ায় বাঁশের অগ্রভাগ থেকে ফুল সংগ্রহ করা বেশ কষ্টকর হয়। সংগৃহীত বাঁশের পরিপক্ব ফুল পানিতে ....বিস্তারিত

শোক সংবাদ

খুলনার কারী সেকেন্দার আলী খান
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সদস্য (রুকন) কারী সেকেন্দার আলী খান কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ২ মে বৃহস্পতিবার বেলা ২টায় ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ২ মে ৪নং কাশেম সড়ক বাইতুর রহমান জামে মসজিদে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।
নূরুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা সদরের প্রবীণ সদস্য (রুকন) নূরুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ মে শুক্রবার বেলা সোয়া ১টায় ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। ৩ মে সন্ধ্যা ৭টায় লালমনিরহাট সদরের নিজ বাসভবনে প্রথম জানাযা এবং রাত পৌনে ৯টায় সারপুকুরের মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: কারী সেকেন্দার আলী খান ও নূরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পৃথক পৃথক শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
প্রফেসর ইকবাল হোসাইনের ইন্তেকাল ....বিস্তারিত

ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যুতে জামায়াতের শোক

ভোলা সংবাদদাতা : গত ৬ মে সোমবার ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের (চরআনন্দ) অধিবাসী কৃষক মহিবুল্লাহ (৪৮) নিজ চাষাবাদকৃত (চর-বাহাদুরপুর) ক্ষেতের ফসল তুলতে গিয়ে আকস্মিক বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ব্যক্তি জীবনে নিম্ন আয়ের মানুষ ছিলেন। চাষাবাদ করে তার পরিবার চলত। তবে তার আচার-আচরণে সর্বদা এলাকাবাসী মুগ্ধ ছিলেন। এখন তার পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তিনি দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
এ সময় তাৎক্ষণিক তার পরিবারের খোঁজখবর নিতে যান, জামায়াতের উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন ও ইউনিয়ন আমীর মাওলানা ছালাহউদ্দিন, সেক্রেটারি আরিফুল ইসলাম, ডা. বশির আহম্মেদ, ইসমাইল হোসেনসহ নেতৃবৃন্দ।
উপজেলা আমীর বলেন, ‘মহিবুল্লাহর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং পরম করুণাময় রবের কাছে তার জন্য মাগফিরাত কামনা করছি। আমি মৃতের  শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি- তিনি যেন তাকে শহীদের মর্যাদা দান করেন। বজ্রপাতের এ দুর্ঘটনায় নিহত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান  নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান ....বিস্তারিত

অন্যান্য মিডিয়া bdnews24 RTNN Sheersha News barta24 Prothom Alo Daily Nayadiganta Jugantor Samakal Amardesh Kaler Kantho Daily Ittefaq Daily Inqilab Daily Sangram Daily Janakantha Amader Shomoy Bangladesh Pratidin Bhorerkagoj Daily Dinkal Manob Zamin Destiny Sangbad Deshbangla Daily Star New Age New Nation Bangladesh Today Financial Express Independent News Today Shaptahik 2000 Computer Jagat Computer Barta Budhbar Bangladesherkhela Holiday Bangladesh Monitor BBC Bangla Pars Today
homeabout usdeveloped by

ভারপ্রাপ্ত সম্পাদকঃ মো. তাসনীম আলম।

এটিএম সিরাজুল হক কর্তৃক হক প্রিন্টার্স ১০/৮ আরামবাগ, ঢাকা-১০০০ হতে মুদ্রিত ও প্রকাশিত। যোগাযোগের ঠিকানাঃ ৪২৩ এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা - ১২১৭।

ফোন: ৮৮ ০২ ৪৮৩১৯০৬৫, ই-মেইল: sonarbanglaweekly@gmail.com, weeklysonarbangla@yahoo.com, সার্কুলেশন: ০১৫৫২৩৯৮১৯০, বিজ্ঞাপন: ৪৮৩১৫৫৭১, ০১৯১৬৮৬৯১৬৮, ০১৭৩৪০৩৬৮৪৬।